নরসিংদীর রায়পুরায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল, এসকাফ, ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রায়পুরা থানার মহেশপুর ইউনিয়নের আলগী এলাকা থেকে ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ওই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. নাইম মিয়া (২০)। তাঁর কাছ থেকে ১৪ কেজি গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল, ২৫ বোতল এসকাফ ও ৮০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
রায়পুরা থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার মহেশপুর ইউনিয়নের আলগী এলাকা থেকে মাদকসহ নাইমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা হয়েছে।