নরসিংদীর বঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) মাধবদী থানাধীন মেঘনা নদী থেকে এসব জাল জব্দ করা হয়।
নৌ পুলিশ জানায়, জব্দকৃত জালের আনুমানিক দাম ৬৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।