নরসিংদীতে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি এবং ১৫০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্ৰেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল নরসিংদী মডেল থানাধীন উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও ১৫০টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল আমিন খান (৩১), সাইদুর রহমান ছাদু (২৮) ও মো. রফিকুর ইসলাম (৪০)। আল আমিনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় ৪টি এবং সাইদুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
ওই তিনজনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।