
বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করেছে রংপুর জেলা প্রশাসন।
পয়লা বৈশাখের ওই র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত কমিশনার মেহেদুল করিম পিপিএম।
‘মুছে যাক গ্লানি ঘুচে যাক ধরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ স্লোগানে র্যালিটি রংপুরের টাউন হল থেকে শুরু হয়ে জিলা স্কুল ঘুরে আবার শুরুর স্থানে আসে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।