কুড়িগ্রাম জেলার ১১টি থানায় সব ধরনের কার্যক্রম গত ১২ আগস্ট থেকে আরও গতিশীল করা হয়েছে। নতুন উদ্যমে বেগবান হয়ে জনসাধারণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রত্যয়ে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ।
থানায় আগত সেবাপ্রার্থীদের জিডি; অভিযোগ; মামলা; নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং বিট পুলিশিংসহ সার্বিক কার্যক্রম অব্যাহত আছে।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট সেবাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের মোবাইল টিম টহল দিচ্ছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, জেলার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর।
আপনার এলাকার যেকোনো ধরনের অপরাধ সংক্রান্ত তথ্য নিকটতম থানা-পুলিশকে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।