নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। ছবি : বাংলাদেশ পুলিশ

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পুলিশ সুপার। যেকোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে অবহিত করতে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।

পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনারা সমাজের অসংগতি ও সত্য ঘটনা তুলে ধরবেন। অবৈধ অস্ত্র, মাদক, জুয়া, বাল্যবিয়েসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করবেন।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. দোলন মিয়া এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।