নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার সকাল ৯টার দিকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, মুক্তিযোদ্ধাগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সন্ধ্যায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া হয়।