মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) জেলা পুলিশের উদ্যোগে নড়াইল পুলিশ লাইনস ড্রিলশেডে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
পুলিশ সুপার এ সময় মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের প্রথম সশস্ত্র প্রতিরোধ, গেরিলা যুদ্ধ, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধে তাদের অবদান, আত্মত্যাগ ও ভূমিকার বিষয়ে বক্তব্য দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।