নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিকাশ প্রতারক চক্রের কাছ থেকে টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস সিসিআইসি টিম কর্তৃক উদ্ধারকৃত ৫০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিক আবদুল মাজেদকে প্রদান করেন।
২১ জানুয়ারি ভিকটিমের একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সিসিআইসির ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল কুমার দাসের সার্বিক তত্ত্বাবধানে এসআই দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে এএসআই মো. কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিকাশ এজেন্ট সাবিনা বেগমকে চিহ্নিত করে হারানো টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
হারানো টাকা ফেরত পেয়ে আবদুল মাজেদ অত্যন্ত আনন্দিত হন এবং পুলিশ সুপারসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।