নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণালংকারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। নড়াইল সদর থানা এলাকা থেকে ১ জানুয়ারি (মঙ্গলবার) সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের নাম মো. অহেদ শেখ (১৯) ও মো. পারভেজ মোল্লা (৩২)।
জেলা পুলিশ জানায়, নড়াইল সদর থানার ভাদুলীডাঙ্গা গ্রামে গত ২৭ ডিসেম্বর মোহাম্মদ তোফায়েল শিকদারের বাড়ির এক ভাড়াটের বাসায় আলমারি ভেঙে ৫ দশমিক ৪০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় গত ৩১ ডিসেম্বর বিথী সুলতানা (৩২) নামের ওই ভাড়াটে নড়াইল সদর থানায় মামলা করেন। এরপর নড়াইল সদর থানা-পুলিশের একটি দল ১ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করেছে।