নড়াইলের লোহাগড়া থানা এলাকায় নৈশপ্রহরী সিরাজুল ইসলাম মোল্লা (৫৫) হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে সিরাজুল ইসলাম মোল্লা নিহত হন। সিরাজুল রায়গ্রামের জনৈক আব্দুস ছবুরের নির্মাণাধীন ভবনের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে সিরাজুলের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ড হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৫ জুলাই ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুই আসামি শান্ত শেখ (২২) ও সবুজ শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। উভয়ের বাড়িই লোহাগড়া উপজেলার রায়গ্রামে।