নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৪৬০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার এবং দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানাধীন দুর্গাপুর এলাকা থেকে ইয়াবা বড়িসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফ থানা এলাকার ফারুক হোসেন (১৯) এবং নড়াইলের কালিয়া থানা এলাকার জিয়াউর রহমান (৩২)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অপর অভিযানে চুয়াডাঙ্গা থেকে চুরি যাওয়া দুটি মোটরসাইকেল নড়াইলের লোহাগড়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।