নড়াইলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (৩০ অক্টোবর) বেলা ২টা ২০ মিনিটে নড়াইলের লোহাগড়া থানাধীন কুমড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নড়াইল জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম মো. আজগর মোল্যা (৩০); তিনি নড়াইলের লোহাগড়া থানার কুমড়ী গ্রামের বাসিন্দা।
নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কুমড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেন। অভিযানে তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
নড়াইল জেলা পুলিশ আরও জানিয়েছে, আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।