শেরপুরের নকলা পৌর শহরের হল মোড়ে জেলা পুলিশের উদ্যোগে দৃষ্টিনন্দন ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত নকলা ট্রাফিক পুলিশ বক্সের মোড়ক উন্মোচন করে উদ্বোধন করেন শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম।
উদ্বোধন শেষে ট্রাফিক বক্সের পাশে কাঠগোলাপ গাছ রোপণ করেন জেলার পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ।
এর আগে উদ্বোধন উপলক্ষে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপস্থিত হলে এসপি মো. কামরুজ্জামান বিপিএম ও পুনাক সভানেত্রী সানজিদা হক মৌকে নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনকালে নকলা উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ, টিআই (প্রশাসন) আবু ছাইদ হিরন, সার্জেন্ট সালমান খান রাজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।