যশোরের নওয়াপাড়া নিবন্ধের দুটি লাইটার থেকে চুরি হওয়া ১২০ টন সারের মধ্যে ৭৯ সার উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির চীন থেকে আমদানি করা সরকার অনুমোদিত ১ হাজার ৩০০ মেট্রিকটন ডিএপি স্যার ২টি লাইটারযোগে মোংলা বন্দর থেকে যশোর নওয়াপাড়া নৌবন্দরে আনা হচ্ছিল। রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে নৌ-বন্দরের আগে পৃথক ২টি জায়গায় লাইটার নোঙ্গর করে লাইটারের মাস্টার, স্কটদের সহযোগিতায় অজ্ঞাতনামা চোর চক্র ১২০ টন সার চুরি নিয়ে যায়।
এ ব্যাপারে অভয়নগর থানায় একটি মামলা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে
জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে যশোর ডিবির ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটি টিম ঘটনার তদন্তে নামে। টিমটি ১৯ ও ২০ সেপ্টেম্বর যশোরের নওয়াপাড়া, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝিনাইদহ শেখপাড়া এলাকায় অভিযান করে ৭জন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ৭৯ টন ডিএপি সার (১৫৬৬ বস্তা) উদ্ধার করে, যার সরকারি আমদানি মূল্য ৭৯ লাখ ৭৮ হাজার ১০০ টাকা ।
ইতোপূর্বে ঘটনায় জড়িত আরো ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের নাম :
হুমায়ুন কবির (৩৫), সোহাগ হোসেন (৩০),অনিমেষ শিকদার (৩৫),ভূপাল সরকার(২৭),
ফয়সাল মোরশেদ সজীব (৩০),
লিখন সরকার (৩৯),
আক্কাছ আলী শিকদার (৪২),
তরিকুল ইসলাম (২৫) ও পারভেজ আহম্মেদ রাজু (২৭)।