নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় নিখোঁজ শিশু ইব্রাহিমের (৬) লাশ আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামি বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
তিনি জানান, গত ১০ নভেম্বর আত্রাই থানাধীন বিশা ইউনিয়নের শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহিম (৬) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান মেলেনি। পরদিন ১১ নভেম্বর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগীর পরিবার। এরপর শিশুটির সন্ধান পেতে অভিযান শুরু করে আত্রাই থানা-পুলিশ।
পুলিশ সুপার বলেন, তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি বুলবুলের অবস্থান শনাক্তের পর গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শ্রীধরগুড়নই গ্রামসংলগ্ন আত্রাই নদীর পাশ থেকে শিশু ইব্রাহিমের গলিত লাশ উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।