নওগাঁর পত্নীতলায় ৯৮ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পত্নীতলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পত্নীতলা থানার এসআই মো. মঞ্জুর কাদের ও এএসআই মো. রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ পত্নীতলা থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে পত্নীতলা থানাধীন ১১ নং শিহাড়া ইউনিয়নের হলাকান্দর গ্রামের মোছা. বিবি আরা খাতুনকে ৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।