নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর প্রথম আলোর।
নিহত রুহুল আমিন পত্নীতলা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে চাকরি করতেন। তাঁর বাড়ি জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, রুহুল আমিন উপজেলার আকবরনগর ইউনিয়নের মধুইল বাজারে কাজ শেষ করে মোটরসাইকেলে করে রাত ১১টার দিকে নজিপুরে ফিরছিলেন। ফেরার পথে নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।