ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার সদস্যরা।
মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকা থেকে আসামি মো. মিরন ও মো. জমিরকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, ১৭ মার্চ এক নারীকে অপহরণ করে হালিশহর থানাধীন ছোটপুল পুরাতন রোড এলাকায় নিয়ে ধর্ষণ করেন আসামিরা। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।