মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে সিংগাইর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফের নেতৃত্বে এসআই মো. রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে আনিছ (৪০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করে। আনিছ সিংগাইর থানাধীন পশ্চিম বাস্তা গ্রামের আবদুর রহমানের ছেলে।