সুনামগঞ্জের ধর্মপাশা থানা-পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে ধর্মপাশা থানাধীন মেউহারী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি সাহেব আলীর (২৯) বাড়ি হবিগঞ্জ সদর থানা এলাকায়।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) শামীম কবির জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।