পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে চল্লিশ বোতল মদসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন দোয়ারাবাজার থানার পাইকপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫)।

গতকাল সোমবার (২৯ জুলাই ) দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা-পুলিশের একটি টিম ওই থানাধীন কিরণপাড়া গ্রামের বাংলাবাজার থেকে বোগলাবাজারগামী পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে। এ সময় আটক আসামির কাছ থেকে ৪০ বোতল অফিসার্স চয়েজ নামক বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।