চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে চান্দগাঁও থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মৌলভী পুকুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলেন।
ওই সময় কালুরঘাট থেকে আসা ট্রাককে সিগন্যাল দিলে মো. রবিউল হোসেন হৃদয় (২৬) পালানোর চেষ্টা করেন। তখন তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় আরও কয়েকজন পালিয়ে যান।
ওই সময় ট্রাকের মধ্যে থাকা ৫০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ট্রাকটি জব্দ করা হয়।
সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তার হৃদয় পলাতক অন্য ব্যক্তিদের যোগসাজসে পাবর্ত্য জেলা রাঙ্গামাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ এনে বিক্রির জন্য চট্টগ্রাম মহানগর এলাকায় নিয়ে আসছিলেন।