প্রতীকী ছবি

নোয়াখালীর সুধারাম মডেল থানার অভিযানে দেশীয় এলজি ও একটি কার্তুজসহ একজন গ্রেপ্তার হয়েছেন।

সুধারাম মডেল থানাধীন দাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের দামোদরপুর এলাকার বালির বাড়ীর সামনে পাকা রাস্তার ওপর বুধবার রাত সোয়া ৮টার দিকে তাঁকে আটক করা হয়। পরে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই ব্যক্তিকে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাবেদ, যার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার খালিশপুরে।

পুলিশ জানায়, পুলিশের রাত্রিকালীন ডিউটির সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় জাবেদকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে অস্ত্র পাওয়ায় সুধারাম মডেল থানায় তাঁর নামে মামলা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে