আন্তজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লার দেবীদ্বার থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় তিনটি গরু ও একটি মোটরসাইকেল।
রোববার (২৩ জুলাই) দেবীদ্বার থানাধীন ভানী ইউনিয়নের এজিএস ইটভাটা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. নিজাম উদ্দিন (৪৪), মো. সোহেল হাওলাদার (২৯), মো. শাহিন (২৫), মো. মহিন উদ্দিন (২৫), মো. জসিম উদ্দিন (৪৪), মো. খোকন (২৬) ও মো. সুমন (২৭)।
উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, গত শনিবার (২২ জুলাই) লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন আকারতমা এলাকার একটি বাড়ি থেকে তিনটি গরু ও একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।