সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) দেবহাটা থানাধীন বসন্তপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আশিক উল্লাহ ওরফে বাপ্পির (২৮) বাড়ি দেবহাটা থানা এলাকায়। তাঁর নামে মাদক মামলা আছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।