পুলিশের হেফাজতে সাজাপ্রাপ্ত এক আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে জিআর (সাজা) ওয়ারেন্টভুক্ত ১ জন আসামী এবং হত্যা মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

জিআর ওয়ারেন্টভুক্ত আসামি হলেন মো. ওমর ফারুক (১৯) ও হত্যা মামলার আসামি হলেন মো. সুমন মিয়া (৩৫)।

তাদেরকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক (৩৫),পিতা-মিজানুর রহমান ওরফে মালেক,সাং-তারাটিয়া মন্ডল পাড়া, থানা-দেওয়ানগঞ্জ,জেলা-জামালপুরদেরকে ধৃত করেন। উক্ত আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।