আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
রোববার (৮ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জানান, জেলা পুলিশের সব ইউনিট পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে। সুষ্ঠুভাবে পূজা উদযাপন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাজন কুমার দাস, ডিআইও-১ মো. আনোয়ার জাহিদ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।