দুর্গাপূজা উপলক্ষে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক; মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য; বিসর্জন ঘাট কমিটির আহ্বায়ক; সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জন ঘিরে নৌ পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ বিপিএম বলেন, প্রতি বছরের মতো এবারও নৌ পুলিশ দুর্গাপূজার প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী সব গুরুত্বপূর্ণ ঘাটে টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটে নৌ পুলিশের কন্ট্রোলরুম স্থাপন,পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং নৌযানে অতিরিক্ত যাত্রী না তোলার বিষয়টি নিশ্চিত করা হবে।

দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ, প্রশাসন ও নৌ পুলিশসহ সবার সমন্বিত সহযোগিতা কামনা করেন নৌ পুলিশের প্রধান।