ফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে থানা এলাকার সব পূজামন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) এ সভা হয়।
ছাগলনাইয়া থানার অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে বুধবার এ তথ্য জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন, ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পূজামন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।