কেএমপি পুলিশ লাইনসে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ের খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

শারদীয় দুর্গাপূজায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মঙ্গলবার (৮ অক্টোবর) কেএমপি পুলিশ লাইনসে এ বিষয়ে ব্রিফিং করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

কেএমপি কমিশনার বলেন, খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে কেএমপি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ধৈর্য, সহিষ্ণুতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।