নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। দুর্গাপুর থানা এলাকা থেকে ৭ জুন (বুধবার) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনা জেলা পুলিশ জানায়, দুর্গাপুর থানা-পুলিশের একটি দল ৭ জুন সকাল ৭টার দিকে থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক আসামিকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থানায় তার বিরুদ্ধে এ-সংক্রান্ত মামলা হয়েছে।