পটুয়াখালীর দুমকি থানা-পুলিশের অভিযানে ৯৫০টি ইয়াবা বড়িসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. হানিফ বেপারী (২০), মো. রনি মৃধা (২১) ও মো. সোহাগ হোসেন (৩০)। তাঁদের বাড়ি পটুয়াখালীর দশমিনা থানা এলাকায়।
দুমকি থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।