চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে দুই হাজার ২০টি ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মহিদুল ইসলাম মৃধা ও মো. রহমত উল্লাহ হাওলাদারকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা বড়িগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদকসেবীর কাছে বেশি দামে বিক্রি করেন।