সিলেটের কানাইঘাট থানা-পুলিশের অভিযানে দুই হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টা ৪০ মিনিটে কানাইঘাট থানাধীন চতুল বাজারের সিএনজি স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালায় পুলিশ। ওই সময় ইয়াবা বড়ি ও মোটরসাইকেল, মোবাইল ফোনসহ মাদক কারবারি সুমন চন্দ্র শীল (৩৬) ও আশিক মিয়াকে (২০) আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে দুজন জানান, দীর্ঘদিন ধরে জকিগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী করিমগঞ্জ এলাকা থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে গোয়াইনঘাটের জাফলং পর্যটন এলাকায় বিক্রি করে আসছিলেন তাঁরা।
আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।