বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে দুই লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পাশাপাশি ১৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় সম্প্রতি অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
অভিযানে জব্দকৃত ১৮০ কেজি জাটকার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
অভিযানে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আটক ৩৪ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।