পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর গোপীবাগে মিল্লাত হোসেন নামের এক ব্যক্তিকে হত্যার রহস্য প্রায় দুই বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অর্গানাইজড ক্রাইম (দক্ষিণ) বিভাগ। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত সোমবার (১১ নভেম্বর) আসামি মো. সাইফুল ইসলাম (২৭) ও অনিক আবেদীন ওরফে অনিক ওরফে হামজা আবদীনকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাতে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী মিল্লাত হোসেনের গোপীবাগের বাসায় প্রবেশ করেন। এ সময় তাঁরা মিল্লাতের ছেলে মিজুকে খোঁজাখুঁজি শুরু করেন। মিজুকে না পেয়ে মিল্লাতের ছোট ভাই শাহাদাত হোসেন স্বপনকে টানাহেঁচড়া শুরু করেন। বাধা দিলে মিল্লাতের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আসামিরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিল্লাত। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রথমে অপমৃত্যুর মামলা হলেও ময়নাতদন্তের পর ২০২৩ সালের ১৮ মার্চ ওয়ারী থানায় হত্যা মামলা করা হয়। সোয়া এক বছর পর মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের অর্গানাইজড ক্রাইম (দক্ষিণ) বিভাগ। তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, আসামিরা পরিকল্পিতভাবে মিল্লাতকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছেন।

পিবিআই জানায়, তদন্তের এক পর্যায়ে গত সোমবার আসামি সাইফুল ও অনিককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা অপর আসামিদের পরিচয় প্রকাশ করেন। গত মঙ্গলবার তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।