ঢাকায় বাংলাদেশ পুলিশের এপিবিএন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর বিপিএম এবং চট্টগ্রামের ৯ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামানের (অ্যাডিশনাল ডিআইজি) মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত আইজির বিভিন্ন ইউনিটের কমান্ডারদের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর উপলক্ষে ঢাকায় এপিবিএন হেডকোয়ার্টার্সে ২৭ জুন এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিট কমান্ডাররা ঢাকার এপিবিএনের অতিরিক্ত আইজির সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন।