
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ পালিত হয়েছে। ১ মার্চ (মঙ্গলবার) দিবসটি পালিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। দিনাজপুর জেলার সিআইডি, পিবিআই, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ সব ইউনিট কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মৃতির উদ্দেশে বিনম্র শ্রদ্ধা জানায়। এরপর জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনসহ তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ লাইনস হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে জেলার ৩০ জন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। পরে তাঁরা প্রীতিভোজে অংশ নেন।