দিনাজপুরের কোতোয়ালি থানা-পুলিশের তৎপরতায় পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতি করা কিছু মালপত্র তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুরের বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন দিনাজপুরের খানসামা থানা এলাকার দীপু চন্দ্র দাস (৩০) ও শমবারু দাস (২৬), বোচাগঞ্জ থানা এলাকার সুজন দাস (২৭) এবং কাহারোল থানা এলাকার মো. দুলাল হোসেন (৩৬) ও মো. আলমগীর হোসেন (৩৬)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ হোসেন জানান, গত ২৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানাধীন শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় মো. আব্দুল মজিদ (৫০) নামের এক ব্যক্তির গ্যারেজে ডাকাতি হয়। অজ্ঞাতপরিচয় ১২-১৩ জন ব্যক্তি হাঁসুয়া ও লাঠি নিয়ে একটি থ্রি হুইলারে চড়ে গ্যারেজে ঢুকেন। এ সময় নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর গ্যারেজ থেকে ২০টি ব্যাটারি, ছয়টি ফোন, সাড়ে ৩ লাখ টাকা এবং বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।

তিনি জানান, তদন্তের এক পর্যায়ে দিনাজপুরের চিরিরবন্দর থানাধীন রানীরবন্দর বাজার থেকে আসামি শমবারুকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর থানাধীন কেফাতপাড়া থেকে ১৮টি ব্যাটারি উদ্ধার এবং কোতোয়ালি থানাধীন গোবরা বাজার থেকে আসামি দীপু ও সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যে অপর আসামি আলমগীর ও দুলালকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, আসামিদের কাছ থেকে একটি ফোন, ১৮টি ব্যাটারি, একটি থ্রি হুইলার গাড়ি ও চার হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।