রাজধানীর গুলিস্তান থেকে দুই ছিনতাইকারীকে ধরে থানায় নেওয়ার সময় তাঁদের ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে বংশাল থানার নিচে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আহসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল ইসলাম।
বংশাল থানার এসআই আলমগীর হোসেন জানান, গুলিস্তান থেকে জুয়েল ও ইমন নামের দুই ছিনতাইকারীকে ধরে থানায় নিয়ে আসছিলেন পুলিশ সদস্যরা। থানা ভবনের নিচতলায় পৌঁছানোর পরপরই তাঁরা সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের ৫ সদস্যকে আঘাত করেন। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করেন।
এসআই আলমগীর বলেন, কনস্টেবল নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এসেছেন।
এর আগে মঙ্গলবার রাতে গুলিস্তানে এক ‘দুর্বৃত্তের’ ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া নামের পুলিশের একজন এসআই আহত হন।