জব্দ করা কারেন্ট জাল। ছবি : বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানার অভিযানে ৪৬২ কেজি কারেন্ট জালসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দারুসসালাম থানাধীন মাজার রোডের ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সামনে থেকে আসামি মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন জানান, এসব জালের আনুমানিক দাম ৩ লাখ টাকা। আসামির বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।