চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা-পুলিশের অভিযানে ২১টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দামুড়হুদা থানাধীন দুধপাতিলা গ্রামের হঠাৎপাড়া বিলের ব্রিজ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. শরিফের (২০) বাড়ি দামুড়হুদা থানাধীন দুধপাতিলা গ্রামে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।