চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে দর্শনা থানাধীন আকন্দাবাড়িয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. জহিরুল ইসলাম ওরফে ছোটনের (২৮) বাড়ি জেলার জীবননগর থানা এলাকায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।