চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামির নাম মো. দায়েম (৬০)।
জেলা পুলিশ জানায়, দর্শনা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর (রোববার) রাত সাড়ে ১১টার দিকে দর্শনা থানার ডিহি গ্রামে অভিযান চালিয়ে দায়েমকে (৬০) ৫০ লিটার চোলাই মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পাখি ভ্যানসহ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।