চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে। দর্শনা থানা এলাকা থেকে ২২ জুন (বৃহস্পতিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম মো. কাজল (৩০)।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা-পুলিশের একটি দল ২২ জুন রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ কাজলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা হয়েছে।