পুলিশি হেফাজতে মাদক কারবারি। ছবি: পুলিশ নিউজ

চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের অভিযানে ১১১ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে দর্শনা থানাধীন বড়বলদিয়া গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. নাহিদ হাসান (১৯) দর্শনা থানা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।