সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা-পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার (২১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডস্থ ফাতেমা ফার্মেসির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২২ নভেম্বর) এসএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম আরশ আলী (৪২); তিনি সিলেটের দক্ষিণ সুরমা থানার বলদী উত্তর গ্রামের বাসিন্দা।
এসএমপি জানিয়েছে, দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডস্থ ফাতেমা ফার্মেসির সামনে মাদক কেনাবেচা হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।