পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার অভিযানে ৬৪টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (৭ জুলাই) রাতে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াই বঙ্গবীর রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. দিপু আহমদের (২২) বাড়ি মৌলভীবাজার সদর থানা এলাকায়। পলাতক আসামি সাহেদ আহমদ মাক্কুর (৩৬) বাড়ি দক্ষিণ সুরমা থানা এলাকায়।

দক্ষিণ সুরমা থানার এসআই মো. খায়রুল বাশার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।