সিলেটের দক্ষিণ সুরমা থানার অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন। তাঁর কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সুইপার কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কারবারির নাম মায়া বেগম (৫৭)। তাঁর বাড়ি সিলেটের মোগলাবাজার থানার রাউতকান্দি এলাকায়।
মায়ার হেফাজত থেকে ৪৮ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়।